করোনাভাইরাসের বিশেষ রূপ ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বা উপধরন ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, নতুন বিএ.২ ভ্যারিয়েন্ট এ পর্যন্ত ৫৭টি দেশে শনাক্ত হয়েছে।
বিবিসি জানায়, কোনো কোনো দেশে এটি ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক হিসেবে দেখা দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি ওমিক্রনের চেয়ে বেশি বিপজ্জনক তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে ডেনমার্কের এক গবেষণায় দেখা যায় ভ্যাকসিন নেওয়া লোকদের ওমিক্রনের চেয়ে বিএ. অমিক্রনের আরও সহজে সংক্রমিত করতে পারে। যদিও ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা বলছেন, ডেনমার্কের সমীক্ষা থেকেও এই ভ্যারিয়েন্টটিকে অন্যান্য ধরনের চেয়ে ক্ষতিকর বলে মনে হচ্ছে না।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক জন এডমন্ডস বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন এই ধরন যুক্তরাজ্যে সর্বাধিক বিস্তার ঘটাবে। এমনকি এর কারণে সংক্রমণের আরেকটি নতুন ঢেউও তৈরি হতে পারে।
তবে প্রচলিত টিকাগুলো এর বিরুদ্ধে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। তবে বিএ.২ কতটা বিপজ্জনক তা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।