রুশ আগ্রাসনের ১২ দিনে ১২০০-র বেশি বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাতে এমন খবর জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ থ্রোসেল এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, হতাহতদের মধ্যে ৪০৬ জন নিহত ও ৮০১ জন আহত হয়েছেন। যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা জানান তিনি।
ইউক্রেনের বড় শহরগুলোতে শত শত আবাসিক ভবন রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে। বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলেও জানা গেছে। এছাড়াও জাতিসংঘ আরও জানায়, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়াতে প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে।