• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে হিজাব পরার অধিকার চেয়ে উচ্চ আদালতে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:৫৯ পিএম
ভারতে হিজাব পরার অধিকার চেয়ে উচ্চ আদালতে মামলা

গত দুইদিন ধরেই হিজাব ইস্যুতে উত্তাল ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটক। গত বছরের ডিসেম্বরে সেখানকার কয়েকটি কলেজে হিজাব পরিহিত মুসলিম মেয়েদের প্রবেশে বাধা দিলে আন্দোলন করেন তারা। গত কয়েকদিনে হিজাবের বিরুদ্ধে উগ্র হিন্দু গোষ্ঠীর অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে।

এদিকে স্কুল-কলেজে হিজাব পরার অধিকার নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষার্থীরা। হিন্দুস্তান টাইমস জানায়, হিজাবের উপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সেসব মামলা স্থানান্তর করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি রীতুরাজ আওয়াস্তির কাছে। বুধবারের রায়ে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত বলেন, “যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হচ্ছে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মনে করছে, বিষয়টি নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করা প্রয়োজন। এ বিষযে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।’

হাইকোর্ট আরও জানিয়েছে, অন্তর্বর্তীকালীন আবেদনের জন্যেও বৃহত্তর বেঞ্চ গঠন করতে পারেন প্রধান বিচারপতি। তবে হাইকোর্টে আবেদন করায় শিক্ষার্থীদের ওপর ক্ষোভ ঝেড়েছেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলছেনন, স্কুল বা কলেজগুলোতে শিক্ষার্থীদের মুখ ঢেকে রাখার কোন অনুমতি নেই। শিক্ষার্থীরা কীভাবে উচ্চ আদালতে আপিল করতে পারে – এমন প্রশ্নও রাখেন তিনি।

Link copied!