• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১১:৫৫ এএম
হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, মাহাথির মোহাম্মদের শারীরিক অসুস্থার জন্য় পূর্ণ মেডিকেল চেক-আপ করানো হবে। সেই সঙ্গে তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারিও করানো হয়েছে।

আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ টানা ২২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এই নেতা।

Link copied!