• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের নাগরিককে ইউক্রেন ছাড়তে নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৪:১৬ পিএম
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের নাগরিককে ইউক্রেন ছাড়তে নির্দেশ

‘যেকোন সময়’ ইউক্রেনে আক্রমণ চালাতে পারে রাশিয়া – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারিতে আবারও নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে।

জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রুশ সামরিক হামলার আশংকা অনেক গুণে বেড়েছে। পরিস্থিতি খুব দ্রুত চরম দিকে মোড় নিতে পারে। তাই মার্কিন দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি।

এই সামরিক উত্তেজনাকে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা সংকট বলে বর্ণনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বিবৃতিতে নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস সরকারও একই উদ্বেগ জানিয়ে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে নাগরিকদের। ইউক্রেনে অবস্থানরত নাগরিকদের সতর্ক করে বিবৃতি দিয়েছে লাটভিয়া সরকারও।

সম্প্রতি ইউক্রেনের সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে তাদের দাবি, ইউক্রেনে অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই রুশ সরকারের।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনকে পশ্চিমাদের জোটে দেখতে চায় না রাশিয়া। তাই ইউক্রেন যাতে ন্যাটো জোটে যোগ না দেয় – সে উদ্দেশ্যেই চাপ সৃষ্টি করছে মস্কো।

প্রতিবেশী বেলারুশের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে তারা। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইউক্রেন ও ইউরোপ।

Link copied!