• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মালিতে বন্দুক হামলায় নিহত ৩১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৪:২৮ পিএম
মালিতে বন্দুক হামলায় নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় জঙ্গিরা।

এছাড়া জাতিসংঘের একটি গাড়িবহরেও হামলা চালানো হয়। এ ঘটনায় আরও অনেকে আহত ও নিখোঁজ রয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

বানকাসের শহরের মেয়র মৌলায়ে গুয়িন্দো জানান, সংঘ গ্রাম থেকে বান্দিয়াগারা বাজারের দিকে যাওয়ার সময় বন্দুকধারীদের হামলার মুখে পড়ে বাসটি। একদল অস্ত্রধারী বাস ও ভেতরের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানান তিনি।

সামাজিক মাধ্যমের ছবিতে বাসের সিটে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। হামলার শিকার গ্রামগুলো মোপতি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত। আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীদের শক্ত ঘাঁটি এই অঞ্চল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!