করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে নাগরিকদের টিকার অতিরিক্ত ডোজ দিতে শুরু করেছে অনেক দেশ। বুস্টার ডোজে ওমিক্রন ৮৫ ভাগ পর্যন্ত প্রতিরোধ সম্ভব এমন তথ্যও জানা গেছে।
এদিকে ভারতে ঘটল ঠিক এর উল্টো ঘটনা। সাম্প্রতিক এক ঘটনায় দেখা যাচ্ছে ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ খুব একটা কার্যকর নয়।
দেশটিতে যুক্তরাষ্ট্রফেরত এক যুবকের দেহে ওমিক্রন সংক্রমণ পাওয়া গেছে। যদিও মুম্বইয়ের কর্মকর্তারা বলছেন, সেই যুবক যুক্তরাষ্ট্রে বুস্টারডোজসহ ফাইজার টিকার তিনটি ডোজ নিয়েছিলেন।
হিন্দুস্তান টাইমস জানায়, ২৯ বছর বয়সী সেই যুবককে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাবে সংস্পর্শে আশা ব্যক্তিদের কারো দেহে করোনা ধরা পড়েনি।
এছাড়াও রোগীর দেহেও করোনার কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, এ পর্যন্ত দেশটিতে মোট ১১টি রাজ্যে ১০১ জনের দেহে করোনার নতুন রূপ ধরা পড়েছে। বিশ্বের অনেক দেশেই ওমিক্রনের সংক্রমণ দ্রুত হারে বাড়তে শুরু করেছে।