ওমিক্রনের প্রকোপে সংক্রমণ বেড়েছে ইউরোপ-আমেরিকায়। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে ফ্রান্সে ও যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, বড়দিনে করোনা পরীক্ষার রিপোর্ট দিতে দেরি হওয়ায় কোন কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি দেখা দিতে পারে।
এছাড়াও ইতিমধ্যে ইউরোপের সর্বোচ্চ সংখ্যক নতুন দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে ফ্রান্স। বিবিসি জানায়, মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা সংক্রমণ হয়েছে। দেশটিতে জানুয়ারীর শুরুতে দৈনিক আড়াই লাখের বেশি করোনা সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান।
তবে যুক্তরাষ্ট্রের সিডিসির একজন মুখপাত্র সংবাদ মাধ্যম পলিটিকোকে জানান, বড়দিনের সময় অনেক পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকায় আক্রান্তের সংখ্যা বেশি দেখাচ্ছে। তবে নতুন বছরে দেশটিতে করোনা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এবছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ে। সংক্রমণের দ্বিতীয় ঢেউতে ৫ফেব্রুয়ারি সর্বোচ্চ দৈনিক ৫ হাজার মৃত্যুর রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে বিশ্বের সর্বমোট ৮ লাখ মৃত্যুর মাইলফলক অতিক্রম করে যুক্তরাষ্ট্র।