ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়া কিছু সৈন্য সরিয়ে নিয়েছে - এই তথ্য তা ‘মিথ্যা’ বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে আরও অতিরিক্ত ৭ হাজার সৈন্য রুশ সীমান্তে মোতায়েন হয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, যে কোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করার জন্য রাশিয়া একটি অজুহাতের অপেক্ষায় আছে। যদিও বুধবার মস্কো জানায়, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে তারা। তবে পশ্চিমা কর্মকর্তারাদের অভিযোগ, রাশিয়ার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি তারা।
এদিকে জার্মান চ্যান্সেলরের অফিস জানায়, বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেন ইস্যুতে ফোনালাপ করেন। এসময় তারা হয়েছেন, “রাশিয়াকে অবশ্যই সংকট নিরসনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।”
এর আগে রুশ হামলার আশঙ্কায় বিভিন্ন দেশ ইউক্রেন থেকে নাগরিক প্রত্যাহারের ঘোষণা দেয়। যদিও জাতিসংঘ জানায়, ইউক্রেনে তাদের দেড় হাজারের বেশি কর্মী থাকলেও তাদের সরিয়ে নেওয়া বা স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই।