ইউক্রেনের রাজধানী কিয়েভ অব্দি পৌঁছে গেছে রুশ সেনা। যেকোন সময় পতন হতে পারে ক্ষমতাসীন সরকারের।
রাজধানীর রাস্তায় রাস্তায় লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের। রাজধানী ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই আটকা পড়েছে যুদ্ধক্ষেত্রে।
রাশিয়ার যুদ্ধবিমানে বোমা বর্ষণের ভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বেসামরিক নাগরিকেরা। এমন পরিস্থিতিতে ইউক্রেনবাসীকে উদ্ধারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম টাইমের খবরে বলা হয়, শনিবার দেশটির সামরিক বাহিনীর সঙ্গে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।
কিয়েভ শহরের কেন্দ্রস্থলের সড়কে দাঁড়িয়ে এক ভিডিও বার্তা দেন জেলেনস্কি। জানান, তিনি শহর ছেড়ে যাননি। ইউক্রেনের সামরিক বাহিনী কোন অবস্থাতেই অস্ত্রবিরতি দিবে না বলে উল্লেখ করেন তিনি।
এসময় জেলেনস্কি আরও বলেন, “আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমাদের দেশ, আমাদের সন্তানের মত। আমরা সবাই মিলে তাকে রক্ষা করব।”
ইউক্রেন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথপোকথনের সময় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, “লড়াইটা আমাদের; এখানে গোলাবারুদ দরকার, উদ্ধার সহায়তা নয়।”
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলে রাশিয়ার সেনা। এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুজব রটে। তবে ভিডিও বার্তায় দেশবাসীকে আস্বস্ত করলেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন তিনি।