এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ রাশিয়া। বিবিসি জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষক ওয়েবসাইট ক্যাস্টেলুম ডট এআই-এর তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারির ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার আগেই দেশটির বিরুদ্ধে ২,৭৫৪টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আর হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে আরও ২,৭৭৮টি নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে সব মিলিয়ে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৩২টি।
এর মাধ্যমে ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ। এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে ৩,৬১৬টি নিষেধাজ্ঞা জারি হয়েছে।
ইউক্রেনে হামলা ও সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে বাধ্য করতে বিশ্বের অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বিবিসির তথ্য অনুযায়ী এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন মিলে বাকি ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর।
এদিকে পশ্চিমারা রাশিয়ার তেল নিষেধাজ্ঞা দিলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার তেল নিষেধাজ্ঞায় রাখার ব্যাপারে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎপরতার পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয় রাশিয়া।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বৈশ্বিক বাজারে মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসতে পারে।