স্থানীয় সময় শুক্রবার এক নতুন নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে দেশটিতে আফগানিস্তানের জব্দ হওয়া ৭০০ কোটি ডলার রিজার্ভের অর্ধেক পেতে যাচ্ছেন ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ তিন স্থাপনায় আল-কায়দার হামলায় ক্ষতিগ্রস্তরা।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, ২০০১ সালের সেই সন্ত্রাসী হামলার ও এরপর আফগানিস্তানে ২০ বছরের মার্কিন সামরিক অভিযানের ফলাফল নিয়ে প্রশ্নের এড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। তবে সমালোচকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটকে এর মাধ্যমে বড় ধরণের ক্ষতির মুখে পড়বে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, রিজার্ভের বাকিটা অর্থ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আর্থিক সংকট মোকাবেলায় ব্যয় করবে যুক্তরাষ্ট্র।
তালেবানের হাতে আশরাফ গনির সরকারের পতনের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেয় যুক্তরাষ্ট্র। নবগঠিত তালেবান সরকার সেই অর্থ হস্তান্তরের আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি বাইডেন সরকার।
হোয়াইট হাউজ জানায়, জব্দ করা আফগান অর্থের বণ্টন নিয়ে দেশটির আদালতে মামলা চলছে। নাইন ইলেভেন হামলায় ক্ষতিগ্রস্তরা ওই অর্থ দাবি করে মামলা করেছিলেন। সেকারণেই ৩৫০ কোটি মার্কিন ডলার তাদের ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রাখা হচ্ছে।