পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গভর্নর জগদীপ ধনখড়ের বিরোধ দীর্ঘদিনের। এবার তার উত্তাপ ছড়াল সামাজিক মাধ্যম টুইটারেও। হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার গভর্নর জগদীপের ওপর বিরক্ত হয়ে তাকে টুইটারে ব্লক করেছেন মমতা।
মুখ্যমন্ত্রী জানান, গভর্নরের টুইট দেখে তার অস্বস্তি হয়। তাই তাকে টুইটারে ব্লক করে দিয়েছেন। নিজের কাজের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ধনখড়ের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, “আমি আজকে বাধ্য হয়ে একটা কাজ করেছি। সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি প্রতিদিন একটা করে টুইট করে কখনও অফিসারদের, কখনও আমাকে গালাগালি দিয়ে, বিভিন্নভাবে দোষারোপ করে, অপমান করে, অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তা বলে।”
এসময় গভর্নরের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। বলেন “তিনি আমাদের নির্দেশ দিতেন ওনার পরামর্শমতো আমাদের চলতে হবে। পরামর্শ নয়, আসলে ওনার নির্দেশ মতো চলতে হবে। তার মানে আমরা চাকর-বাকর আর কি? আমরা ক্রীতদাস? নির্বাচিত সরকার হয়েও আমরা ক্রীতদাস। আর একটা পুরসভা নির্বাচন না জিতেও হয়ে গেছে এখন সবার ওপরে সুপার পাহারাদার। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটার অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে।”
এছাড়াও এই তৃণমূল নেত্রী আরও জানান গভর্নরের টুইট দেখে তার অস্বস্তি হয়। তার ভাষ্যমতে, “ওনার টুইটগুলো দেখে প্রতিদিন আমার অস্বস্তি হতো। যে কথাগুলো বলা উচিত নয়, এমন এমন কথা বলতেন। যা মানুষের পক্ষে মানবিক দিক থেকেও অমানবিক। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই।”
হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, সম্প্রতি বিধানসভায় ভারতের বিখ্যাত নেতা আম্মেদকরের জন্মদিন পালনের অনুষ্ঠানে গভর্নর অভিযোগ করে বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। এরপরই নতুন করে গভর্নর আর মুখ্যমন্ত্রীর বিবাদ শুরু হয়।