• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টিকা পেয়েছেন ভারতের ৭৫ ভাগ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৮:২০ পিএম
টিকা পেয়েছেন ভারতের ৭৫ ভাগ মানুষ

করোনা পরিস্থিতি মোকাবেলায় যখন একের পর এক ব্যর্থতার চিত্র সামনে তখন টিকাদান নিয়েই জোরেশোরে মাঠে নামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। শুরুতে টিকা উৎপাদনের জটিলতায় কার্যক্রমের ধীরগতি থাকলেও এখন ব্যাপক হারে চলছে টিকাদান।

তাই সোমবার ৭৫ শতাংশ জনগণ টিকা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদি। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন সাফল্যে টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

রবিবার টুইটারে করোনা পরিস্থিতি নিয়ে মোদি লেখেন, “দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখন সম্পূর্ণ টিকাপ্রাপ্ত। যারা এই উদ্যোগকে সাফল্যে রূপ দিয়েছেন, তাদের সকলের জন্য আমরা গর্বিত।”

হিন্দুস্তান টাইমস বলছে, পরিসংখ্যান অনুযায়ী ভারতে এ পর্যন্ত ১৬৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৯৮ কোটি ৮৭ কোটি মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ৭০ লাখ ৫৭ কোটি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

গত বছরের ১৬ জানুয়ারি প্রথম করোনা টিকাদানের উদ্যোগ নেয় ভারত। এখনও ১২ কোটিরও বেশি টিকা মজুদ আছে বিভিন্ন রাজ্যে।

Link copied!