• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাপানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০১:২৫ পিএম
জাপানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

জাপানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার গভীর রাতে ভূমিকম্পটি জাপানের পূর্বাঞ্চলীয় ফুকুশিমা উপকূলে আঘাত হানে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার পর শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

কিছু এলাকায় ভূকম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে মানুষজন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না। ভূমিকম্পের পর ফুকুশিমার সোমা শহর ও মিয়াগি এলাকায় প্রাণহানির খবর পেয়েছে কর্তৃপক্ষ।

সিএনএন জানায়, ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১০০ জনের বেশি। এক লাখের বেশি ঘরবাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় দুর্যোগ প্রতিরোধ কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

ফুকুশিমা ও মিয়াগির উপকূলীয় এলাকার জন্য বুধবারের ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তা তুলে নেওয়া হয়।

২০১১ সালে এ অঞ্চলে ৯ মাত্রার শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় সুনামির কারণে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিধ্বস্ত হয়।

তবে বুধবারের দুর্যোগের পর এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, এই ভূমিকম্পে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!