অবশেষে খোঁজ পাওয়া গেছে রাশিয়ার নিখোঁজ সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভা। বিবিসি জানায়, রুশ আগ্রাসনকে অপরাধ হিসেবে উল্লেখ করে টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এসে বিক্ষোভ করায় তাকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।
পরে তাকে ছেড়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মারিনা রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্পাদক। সোমবার তার চ্যানেলে খবর প্রচারের সময় ক্যামেরার সামনে এসে ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
খবর চলাকালীন কয়েক সেকেন্ডের জন্য তাকে পর্দায় দেখা যায়। এ সময় তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল: “যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করুন, মিথ্যা প্রচারণায় বিশ্বাস করবেন না, এরা আপনাকে মিথ্যা বলছে।”
সংবাদ প্রচারের সময় তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে উচ্চস্বরে বলেন, ‘‘যুদ্ধকে না বলুন। যুদ্ধ বন্ধ করুন। আমি লজ্জিত যে টিভির পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে। কেবল জনগণই এই পাগলামি বন্ধ করতে পারে।”
ওভস্যানিকোভার আইনজীবীরা জানান, এ ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাচ্ছিলেন না তারা। আইনজীবীদের একজন আনাস্তাসিয়া কোস্তানোভা বিবিসি রাশিয়াকে জানান, তিনি কয়েকবার ফোনে ওভস্যানিকোভার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
এ সময় কেউ তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বেগ তৈরি হয়। যদিও মঙ্গলবার স্থানীয় আদালতের শুনানিতে তাকে দেখা গেছে।
পরে তিনি সাংবাদিকদের জানান, ১৪ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো আইনি সহায়তার সুযোগ দেওয়া হয়নি। দুই রাত নির্ঘুম কাটিয়েছেন তিনি।