• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:২০ পিএম
ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া

বছরের শুরু থেকে উত্তর কোয়িয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরে নড়েচড়ে বসে গোটা বিশ্ব। দেশটির সামরিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলে পশ্চিমা দেশগুলো।

মহামারির মাঝে আর্থিক সংকটে থাকা দেশটি কীভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অবশেষে জবাব মিলল জাতিসংঘের তদন্তে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির ফার্ম থেকে কয়েক কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়া। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নে ব্যবহৃত হয়েছে এসব অর্থ।

বিশেষজ্ঞদের একটি প্যানেলের জানায়, উত্তর কোরিয়ার সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অন্তত তিনটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে ২০২০ ও ২০২১ সালের মাঝামাঝি সময়ে মোট ৭ কোটি ডলার চুরি করেছে। মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান চেইনএলাইসিসের তথ্য থেকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত বছর সাইবার হামলা চালিয়ে ৪০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়া।

ম্যালওয়্যার ও উন্নত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সাইবার আক্রমণগুলো চালানো হয়। চুরি করা ক্রিপ্টোকারেন্সির অর্থ নগদকৃত করতে উত্তর কোরিয়া মানি লন্ডারিং করছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Link copied!