• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কিয়েভের ১৫ মাইল দূরে রুশ সেনাবহর, হামলা জোরদার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৯:০৯ পিএম
কিয়েভের ১৫ মাইল দূরে রুশ সেনাবহর, হামলা জোরদার

সামরিক অভিযানের ১৭ তম দিন শেষে ইউক্রেনে হামলা জোরদার করেছে রুশ সেনারা। বিবিসি জানায় শনিবার রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে তীব্র লড়াই ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সামরিক বহর কিয়েভ শহরের দিকে আরও ৩ মাইল অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এখন শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে অবস্থান করছে সেনাবহর।

রাজধানীর আশেপাশের শহরগুলোতে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে আসছে তাদের সাঁজোয়া যান। দক্ষিণ-পশ্চিমে মাইকোলাইভ শহরে প্রচণ্ড বোমাবর্ষণ করছে রুশ সেনারা। এছাড়াও দক্ষিণের অবরুদ্ধ শহর মারিউপোলেও হামলা অব্যাহত রয়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে নগরবাসী।

নিকোলাভ, ডিনিপ্রো ও ক্রোপিভনিটস্কি শহরে গোলাবর্ষণ ও বিমান হামলা জোরদার হয়েছে শনিবার। ব্রিটিশ গোয়েন্দারা বলছে, মস্কো তার মূল লক্ষ্য কিয়েভ দখলের চেষ্টার জন্য রাজধানীর উপকণ্ঠে তীব্র লড়াই চালাচ্ছে।

রুশরা বড় আকারের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন জুড়ে অন্যান্য অনেক শহরেও সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অবরুদ্ধ শহর খারকিভ ও সুমিতে অনবরত গোলাবর্ষণ চলছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!