ভোটগ্রহন শেষেও পশ্চিমবঙ্গে উত্তাপ ছড়াচ্ছে কলকাতার পৌরসভা নির্বাচন। ভোট চলাকালীনি অনিয়মের অভিযোগ এনেছিল বিরোধী দলগুলো। সড়ক অবরোধ করে মিছিলও করেছে নেতাকর্মীরা।
এবার সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রধান দুই রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি। হিন্দুস্তান টাইমস জানায়, দুই দল পৃথকভাবে মামলা দায়ের করলেও অভিযোগ একই। দু’পক্ষকেই মামলা ও অভিযোগপত্র জমার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে মামলা করেছেন ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার। ২৩ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়নি দাবি করে আদালতের কাছে অনিয়মের তথ্যপ্রমাণ জমা দিয়েছে বিজেপি। এই মামলারও শুনানি হবে ২৩ ডিসেম্বর।
এদিকে ভোট জালিয়াতির এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নানা অভিযোগ তুলে বিরোধীরা পুনর্নির্বাচনের দাবি করলেও নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়।