করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের সঙ্গে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মহামারি। আর করোনা প্রতিরোধে নিত্যনতুন ওষুধ উদ্ভাবনের চেষ্টায় রয়েছে বিভিন্ন দেশ।
এরই মধ্যে এক অভিনব চুইং গাম আবিষ্কার করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। বিজ্ঞান সাময়িকী ‘মলিকিউলার থেরাপি’-তে প্রকাশিত গবেষণাপত্রে তারা দাবি করছেন, বিশেষভাবে তৈরি এই চুইং গাম প্রতিরোধ করবে করোনাভাইরাসকে!
সাধারণত সংক্রমণের পর কোষের উপরিভাগে থাকা এসিই-২ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে মানবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সার্স-কোভ-২ তথা করোনাভাইরাস। তাই চুইং গামে এসিই-২ রিসেপ্টর প্রোটিন মিশিয়ে দিয়ে ভাইরাসকে দেহে প্রবেশে বাধা দিতে চেষ্টা করেছেন এই গবেষকরা।
প্রাথমিকভাবে পরীক্ষাগারে করোনা আক্রান্ত ব্যক্তির লালারসে চুইং গামটি মিশিয়ে দিয়ে পরীক্ষা করেছেন তারা। এতে দেখা গেছে এই চুইংগামটি ৯৫ ভাগ ভাইরাসকে দেহে প্রবেশের আগেই আটকে রাখতে সক্ষম।
গবেষণা জানান, আলফা, বিটা, ডেলটাসহ করোনার বেশ কয়েকটি ধরনের বিরুদ্ধে কার্যকর এই চুইং গাম। তবে কোভিড-১৯ এর নতুন রূপ ওমিক্রনের বিরুদ্ধে এখনও পরীক্ষিত হয়নি এটি।
গবেষকরা আশা করছেন শীঘ্রই ওমিক্রনের ওপর পরীক্ষা করবেন তারা। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলে এই চুইংগামটি বাজারজাত করতে পারবে বিভিন্ন কোম্পানি।