ইউক্রেনে চলমান সামরিক বাহিনীর অভিযানে রাশিয়ার ১ হাজার ৩৫১ জন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ রুশ সেনা।
শুক্রবার (২৫ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা রিয়া নভস্তি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সৈন্য নিহত হওয়া নিয়ে তথ্যগত ধন্দ দেখা দিয়েছে। সৈন্য হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া এক রকম তথ্য দিচ্ছে, আর ইউক্রেন দিচ্ছে অন্য তথ্য। দুই পক্ষ থেকে দেওয়া তথ্য সাংঘর্ষিক।
সবশেষ ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, এক মাসের যুদ্ধে রাশিয়া ১৫ হাজার সেনা হারিয়েছে। এছাড়া রাশিয়ার বহু সামরিক সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ভিন্ন তথ্য। তাদের দাবি, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর হামলায় অংশ নেওয়া রাশিয়া অর্ধেক সৈন্য হারিয়েছে।
এর আগে ২ মার্চ প্রথম নিজেদের সৈন্য হতাহতের তথ্য জানায় ক্রেমলিন। ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছিল ক্রেমলিন।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে এক মাস পার হচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা না পর্যন্ত অভিযান চলবে। পশ্চিমাদের দাবি, মিথ্যা অভিযোগে যুদ্ধ চালাচ্ছে ক্রেমলিন।