এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান হয়নি ইউক্রেন সংকটের। বড় শহগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী।
২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত সাড়ে তিনশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে।
এছাড়াও হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন। এর আগে জেনেভায় জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “হতাহতদের বেশিরভাগই ভারী কামান, রকেট থেকে গোলাবর্ষণ, বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের হামলায় মারা যান।”
যদিও জাতিসংঘের দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে অনেক শহরেই হতাহতদের সঠিক সংখ্যা এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি বলেও মনে করছে তারা।