• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ইইউর ভাষণে জেলেনস্কি

‘ইউক্রেনবাসীকে কেউ মচকাতে পারবে না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:১৯ পিএম
‘ইউক্রেনবাসীকে কেউ মচকাতে পারবে না’

রুশ সামরিক অভিযানের মাঝেই ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের দেশগুলোকে অবস্থান নেওয়ার পাশাপাশি নিজেদের অবস্থানও স্পষ্ট করেন তিনি।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তার দেশে এখন একটি বিষাদময় অধ্যায় পার করছে। ইউক্রেনের জনগণ তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।

জেলেনস্কি বলেন, “আমদের এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি, তারা আমাদের মূল্যবোধ, অধিকার, স্বাধীনতা ও সাম্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমাদের কেউ মচকাতে পারবেনা, কারণ আমরা ইউক্রেনের জনগণ।”

বিবিসি জানায়, ভিডিও কলে জেলেনস্কির ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। এসময় ইউরোপীয় এমপি ও কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান ও দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।

ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, “আপনাদের প্রমাণ করতে হবে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা প্রমাণ করুণ যে আপনারা এই পরিস্থিতিতে ইউক্রেনকে বর্জন করবেন না।”

দুই দিন আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইউক্রেনকে দ্রুত জোটের সদস্যপদ দেওয়ার জন্য আহ্বান জানান জেলেনস্কি। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক আবেদনও করেছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!