• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনকে সহযোগিতার আশ্বাস চীনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:৩৮ পিএম
ইউক্রেনকে সহযোগিতার আশ্বাস চীনের

ইউক্রেনে কখনো চীন আক্রমণ করবে না। বরং অর্থনৈতিকভাবে সাহায্য করবে। চীন কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা ইউক্রেনকে এই নিশ্চয়তা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের লিভিভ অঞ্চল থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সোমবার লিভিভের গভর্নর মাকসিম কজিতস্কির সঙ্গে এক বৈঠকে এই নিশ্চয়তা দিয়েছেন কিয়েভে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফান চিয়ানরং।

চীনা রাষ্ট্রদূত বলেন, “তোমরা যে পরিস্থিতিতে আছ, আমরা দায়িত্বশীল আচরণ করব। আমরা তোমাদের সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। চীন কখনো ইউক্রেনে আক্রমণ করবে না।”

ফান চিয়ানরং বলেন, “ইউক্রেনীয় নাগরিকদের কাছে চীন বন্ধুর মতো। ইউক্রেনে অর্থনৈতিক ও রাজনৈতিক ভালো কিছুর জন্য চীন সবসময় জোর দেবে। একজন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে এসব বলছি।”

কিয়েভ থেকে চীনের দূতাবাস সরিয়ে নেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এটি এখন লিভিভে স্থাপন করা হয়েছে। সময় ঠিক হলে আবার কিয়েভে স্থানান্তরিত করা হবে।

Link copied!