• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আত্মসমর্পণের প্রশ্নই আসে না, মস্কোকে জানাল কিয়েভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৩৩ পিএম
আত্মসমর্পণের প্রশ্নই আসে না, মস্কোকে জানাল কিয়েভ

মারিউপোল শহরের কর্তৃপক্ষকে জন্য রাশিয়ান সামরিক বাহিনীর দেওয়া বেঁধে দেওয়া আল্টিমেটামের সময় পার হয়ে গেলেও তাদের আত্মসমর্পণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এক বিবৃতিতে বলা হচ্ছে, রাশিয়ার কাছে তাদের আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না।

প্রায় চার সপ্তাহ ধরে রুশ বাহিনী মারিউপোলকে অবরুদ্ধ করে রেখেছে। সোমবার মস্কোর স্থানীয় সময় সকাল ৫ টার মধ্যে শহরের সামরিক বাহিনীগুলোকে অস্ত্র নামিয়ে মস্কোর দাবি মেনে নিতে আহ্বান কড়া হয়। তবে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলছেন, কোনভাবেই তারা ‘আত্মসমর্পণ’ করবেন না।

তিনি আরও বলেন, “আত্মসমর্পণের কোনও কথাই বলা যাবে না, কেউ অস্ত্র তুলে রাখবে না। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে রাশিয়াকে বিস্তারিত জানিয়েছি। আপনারা আট পৃষ্ঠা করে চিঠি না লিখে, বেসামরিকদের উদ্ধারের জন্য মানবিক করিডোর খুলে দিন।”

অনলাইন সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে এসব কথা বলেন তিনি।

অন্যদিকে রবিবার রাতে এক বিবৃতিতে, রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভ বলেন, “মারিউপোলে একটি ভয়ানক মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। যারা যুদ্ধ করতে রাজি নন তাদের সবাই থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।”

মিজিনটসেভ জানান, সোমবার মস্কোর সময় সকাল ১০টায় মারিউপোলের পূর্ব ও পশ্চিম দিকে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হবে।

 

Link copied!