• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আকাশসীমায় নিষেধাজ্ঞা মানেই যুদ্ধে সমর্থন: পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৯:৫০ পিএম
আকাশসীমায় নিষেধাজ্ঞা মানেই যুদ্ধে সমর্থন: পুতিন

রাশিয়ার বিমান হামলা বন্ধে ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণার দাবির মাঝেই কঠোর প্রতিক্রিয়া জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির আকাশসীমায় বিমান চলাচলে কেউ নিষেধাজ্ঞা দেওয়ার আগেই হুঁশিয়ার করেছেন এই নেতা।

রুশ টিভিতে বক্তব্য রাখার সময় পুতিন উল্লেখ করেন, ইউক্রেনের আকাশ সীমায় কোন দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল। তিনি আরও বলেন, “কোন দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটা এই সশস্ত্র সংঘাতে যোগদানের অনুরূপ বলেই বিবেচনা করা হবে।”

যেকোন সামরিক অভিযানে নো-ফ্লাই জোন এলাকায় হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক উপায়ে। এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে বা হামলা চালিয়ে ভূপাতিত করতে পারে নিষেধাজ্ঞা দানকারী দেশ।

শনিবার ইউক্রেনের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে আপত্তি জানায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

একে ন্যাটোর ‘দুর্বলতা’ ও ‘অনৈক্য’ বলেও দোষারোপ করেছেন তিনি। যদিও ন্যাটো বলছে, আকাশসীমায় নিষেধাজ্ঞা দিলে আরও বেশি সংখ্যক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

Link copied!