অস্ট্রেলিয়ার বৃহত্তর শহর ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির একটি ল্যাবে করোনা পরীক্ষা করে বিপাকে পড়েছেন অনেকেই। সংক্রমিত হওয়ার পরও শতাধিক মানুষের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বড়দিনের ছুটিতে যাওয়ার আগে অনেকেই করোনা পরীক্ষা করেছেন। তবে রিপোর্ট ভুল আসায় নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আতঙ্কে এ নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে শহরে।
কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে তাদের রিপর্টে ভুল তথ্য দেখানো হয়েছে। নিউ সাউথ ওয়েলসে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে।
কর্মকর্তারা বলছেন, স্থানীয়রা ব্যাপক হারে সোয়াব টেস্ট পরীক্ষা করার ফলে রিপোর্ট সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আর আক্রান্তরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, ভুল রিপোর্টের কারণে তারা হয়তো নিজের অজান্তেই বড়দিনে প্রিয়জনদের সঙ্গে দেখা করতে গিয়ে তাদেরও সংক্রমিত করে ফেলেছেন।
এ ঘটনার পর মঙ্গলবার সিডপ্যাথ ল্যাব এক বিবৃতিতে ক্ষমা চেয়ে জানায়, মোট ৮৮৬ জনের করোনা পরীক্ষার ফল ভুল এসেছে।