• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বোরখা পরে নারীদের ওয়াশরুমে যা করলেন যুবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৫:২০ পিএম
বোরখা পরে নারীদের ওয়াশরুমে যা করলেন যুবক

ভারতের কেরালা রাজ্যের এক শপিংমলে নারীদের ওয়াশরুমে ঢুকেন এক যুবক। নিজের পরিচয় গোপন রাখতে পরে নেন বোরখা। সেখানে মোবাইলে নারীদের ভিডিও ধারণ করেন তিনি। পরে অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৩ বছর বয়সী ওই যুবক একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। বুধবার (১৬ আগস্ট) কোচির লুলু শপিং মলে বোরখা পরে ঢোকেন ওই যুবক। একটি কার্ডবোর্ডের বাক্সে ছিদ্র করে মোবাইল ফোন লুকিয়ে রাখার ব্যবস্থা করেন যেখানে। তারপর মোবাইলের ক্যামেরা চালু করে ফোনসহ বাক্সটি বিশেষ কায়দায় ওয়াশরুমের দরজায় আটকে দেন ওই যুবক।

এরপর যুবক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দরজার বাইরে অপেক্ষা করতে থাকেন। মলের নিরাপত্তারক্ষীদের তার আচরণ দেখে সন্দেহ হয়। তাকে জেরা করতে বেরিয়ে আসে বোরখা পরা ওই ব্যক্তি পুরুষ। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে স্থানীয় থানার পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে যুবক জানান, নারীদের ভিডিও ধারণ করার জন্য বোরখা পরে ওয়াশরুমে ঢুকেন তিনি।

পুলিশ ওই যুবকের বোরখা ও মোবাইল জব্দ করেছে। বর্তমানে কোচি পুলিশের হেফাজতে থাকা ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

Link copied!