• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১২:৫৮ পিএম
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

বাখমুতের উত্তর-পশ্চিমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো জানান, রুশ বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দিয়ে স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ হামলা চালিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বাখমুতের উত্তর-পশ্চিমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

পাভলো কিরিলেনকো বলেন, “এসব হামলায় ৫টি অ্যাপার্টমেন্ট ভবন এবং পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।”

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।”

জেলেনস্কি শুক্রবার টুইট বার্তায় জানিয়েছেন, অর্থোডক্স ইস্টারের আগে এই সপ্তাহের এমন একটি ঘণ্টাও নেই যখন হত্যা সহিংসতা ছাড়াই কাটেনি।

স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এক শিশু চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন।

পরে রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, “আমাদের শহর ও গ্রামে প্রতিটি রাশিয়ান আক্রমণের জন্য, ইউক্রেনীয়দের হত্যার জন্য দখলদার রাশিয়াকে অবশ্যই ক্ষতি ভোগ করতে হবে। প্রকাশ্য দিবালোকে এভাবে বেসামরিক লোকজনকে হত্যার মাধ্যমে রাশিয়া তার আসল চেহারাটা আবারও বিশ্ববাসীকে দেখাল।”

Link copied!