• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন নতুন রাজা ও রানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৮:৩২ পিএম
বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন নতুন রাজা ও রানি

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন। বিবিসি জানায়, নতুন রাজা হিসেবে শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

প্রাসাদে পৌঁছেছেন নতুন রানি ক্যামেলিয়াও। লন্ডনে ফিরে তারা প্রাসাদের বাইরে অবস্থানরত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিবিসি জানিয়েছে, রানির শেষকৃত্য আয়োজন এবং রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে নেওয়া ১০ দিনব্যাপী পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই ভাষণ দেবেন চার্লস।

বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১১.০০ টায় দেখা যাবে ভাষণটি।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!