• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

করোনা এখন আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা নয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৮:২১ পিএম
করোনা এখন আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা নয়

করোনা এখন আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা থাকছে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।

স্কাই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডব্লিউএইচও এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, “আশার বিষয় হচ্ছে আমি কোভিড-১৯ কে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা নয় বলে ঘোষণা করেছি। তার মানে এই নয় যে, করোনা বিশ্বব্যাপী আর স্বাস্থ্যঝুঁকি থাকছে না।”

গতবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, করোনাভাইরাস থেকে যাবে। তবে তা থাকবে শ্বাসযন্ত্রের সাধারণ রোগ হিসেবে। অন্যান্য শ্বাসতন্ত্রের রোগ যেভাবে ব্যবস্থাপনা করা হয়, এই রোগও সেভাবেই ব্যবস্থাপনা করতে হবে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ৩১ জানুয়ারি করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে বিশ্বজুড়ে স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!