• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুদানে ড্রোন হামলায় ৪০ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:১০ এএম
সুদানে ড্রোন হামলায় ৪০ জন নিহত
ছবি: সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি খোলা বাজারে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেনাবাহিনী ও আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চলমান সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির অধিকারকর্মী ও চিকিৎসকদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির খার্তুমের মায়ো পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। প্রতিরোধ কমিটি ও বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালের দুই স্বাস্থ্যসেবা কর্মীরা জানান, আহতদের অনেকের অঙ্গচ্ছেদ প্রয়োজন হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে খোলা উঠানে সাদা চাদরে মোড়ানো মৃতদেহ রাখা হয়েছে।

খার্তুম থেকে আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান জানান, সুদানের সেনাবাহিনী এই ড্রোন হামলা করেছে।

তিনি আরও জানান, নিহতরা সবাই বেসামরিক কিনা তা এখনো জানা যায়নি। তবে আহতদের জন্য জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন।

সুদানে চলমান যুদ্ধে উভয় পক্ষ নির্বিচারে গোলাগুলি ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ফলে দেশটির বৃহত্তর খার্তুম এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের দখলে। আর তাদের লক্ষ্য করেই প্রায়শই বিমান হামলাসহ গোলাবর্ষণ করে থাকে সুদানের সেনাবাহিনী।

Link copied!