• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে সৌদি : যুবরাজ সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০১:১৬ পিএম
ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে সৌদি : যুবরাজ সালমান
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশে ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিস্তার রোধে কাজ করছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিনি জনগণের একটি যথোপযুক্ত জীবনযাপনের বৈধ অধিকার অর্জন, তাদের আশা-আকাঙ্ক্ষার অর্জন ও ন্যায়সংগত, স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের পাশে থাকবে রিয়াদ।

শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরায়েলি নিহত হয়েছেন। গাজায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!