• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

সামরিক প্রশিক্ষণে ছুটকা গুলিতে নিহত রাশিয়ার সাংবাদিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১১:১২ এএম
সামরিক প্রশিক্ষণে ছুটকা গুলিতে নিহত রাশিয়ার সাংবাদিক

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক সামরিক প্রশিক্ষকেন্দ্রে ছুটকা গুলিতে নিহত হয়েছেন দেশটির এক সাংবাদিক। এই দুর্ঘটনায় নিহত নারী সাংবাদিক স্বেতলানা বাবায়েভা ক্রেমলিন সমর্থিত এক মিডিয়া গ্রুপে কর্মরত ছিলেন।

আল-জাজিরা জানায়, ক্রিমিয়ার সেই সামরিক প্রশিক্ষণকেন্দ্রে শ্যুটিং প্রশিক্ষণ চলাকালে অজ্ঞাত একটি গুলি এসে লাগে বাবায়েভোর গায়ে। এর বেশি তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ক্রেমলিনপন্থীরা সামাজিক মাধ্যমে পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

ক্রিমিয়ার রুশ গভর্নর সের্গেই আকসেইনভ এই সাংবাদিকের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন রুশ দখলকৃত ইউক্রেন অঞ্চলের প্রশাসকরাও।

বাবায়েভো রাশিয়ার সমর্থনপুষ্ট মিডিয়া গ্রুপ রসিয়া সেগোদনিয়ায় কর্মরত ছিলেন।

Link copied!