• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সমকামিতায় বাধা, এক সঙ্গে সুমি ও রচনার আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৮:০৭ পিএম
সমকামিতায় বাধা, এক সঙ্গে সুমি ও রচনার আত্মহত্যা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জঙ্গল থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সমকামি সম্পর্কে বাধা দেওয়ায় তারা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে মোবাইল ফোনের টুকরাও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের একজনের নাম সুমি মুর্মু (২৫), অপর জনের নাম রচনা মান্ডি (২৩)।

সুমির বাড়ি পশ্চিম মেদিনীপুরের রামগড়ে। আর রচনা হুগলির গোঘাট থানার কুমারদিঘির বাসিন্দা।

সুমির বড় বোন লক্ষ্মী হেমব্রমের দাবি, তাদের এক বোনের কুমারদিঘিতে বিয়ে হয়েছে। সেখানে সুমির যাতায়াত ছিল। সেই সূত্রেই রচনার সঙ্গে তার পরিচয় হয়। পর্যায়ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। রচনা একাধিকবার তাদের বাড়িতেও গিয়েছিলেন।

লক্ষ্মী বলেন, সুমি আর রচনা বিয়েও করেছিল। কিন্তু সেই সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়নি। তবে তার বক্তব্য, সুমি আত্মহত্যা করেননি। তাকে খুন করা হয়েছে।

পশ্চিম মেদেনীপুর পুলিশের এক কর্মকর্তা বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দুই পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে তদন্ত কোন দিকে এগোবে, তা বোঝা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।

Link copied!