• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নওয়াজের বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:৩৫ পিএম
নওয়াজের বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববার (১২ নভেম্বর) আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

২০২০ সালের তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয় নওয়াজ। সেসময় বাজেয়াপ্ত করা যাবতীয় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক মুহাম্মদ বশির।

গত ২১ অক্টোবর পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন প্রধান নওয়াজ। পরবর্তীতে গত ২৪ অক্টোবর তিনি বিচারক বশিরের আদালতে স্বশরীরে হাজিরা দেন।

শনিবার (১১ নভেম্বর) আদালতে তোষাখানা মামলার শেষ শুনানি ছিলো। শুনানিতে বিচারক নওয়াজ শরিফের চাষযোগ্য জমি, গাড়ি এবং যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০২০ সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তোষাখানা মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতেই তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন আদালত।

তিনি দেশে ফেরার আগেই তার আইনজীবীরা ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। সেই সময়ে দেশটির দুর্নীতি দমন আদালত তোষাখানা মামলায় নওয়াজের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেয়।

২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নিজের দল পিএমএল-এনকে নেতৃত্ব দিবেন নওয়াজ শরিফ। সেই অনুযায়ী প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পূর্বেই ঘোষণা করেছেন যে, তাদের দল ক্ষমতায় ফিরলে তার বড় ভাই অর্থাৎ নওয়াজ শরিফই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। 

সূত্র-আনন্দবাজার পত্রিকা।

Link copied!