পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগেই বুধবার রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
বুধবার (৯ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন বলে জানিয়েছে দ্য ডন।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।”
পাকিস্তানে আগামী জাতীয় নির্বাচনের লক্ষ্যে এখন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এই সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।