যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন একই বাসার বাসিন্দা এক পুরুষ। এ ঘটনায় নিহত নারীর দুই মেয়ে আহত হয়েছেন। মেয়েদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) ব্রুকলিনের এক অ্যাপার্টমেন্টে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ও হতাহতদের নাম পুলিশ প্রকাশ করেনি। ৪৭ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, নিহত নারীর বয়স ৪৩ বছর এবং তার দুই সন্তানের বয়স যথাক্রমে ৩ ও ৫ বছর। সেই নারী এবং তার দুই সন্তানকে ব্রুকলিনের সেই অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় একটি বদ্ধ রুমে পাওয়া যায়। ৯১১ নম্বর থেকে কল পেয়ে পুলিশ দুপুর ২টার আগে দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আক্রমণকারী রক্তমাখা অবস্থায় ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করার সময় পুলিশ তাকে আটক করে।
পুলিশ তাৎক্ষণিক ওই নারী এবং তার দুই মেয়েকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ওই নারীকে মৃত ঘোষণ করা হয়। দুই মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎকরা।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক কর্মকর্তা নিউ ইয়র্ক পোস্টকে জানান, নিহত নারী একটি রুমে তার দুই মেয়েসহ থাকতেন। আর একই অ্যাপার্টমেন্টের আরেক রুমে আক্রমণকারী তার ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে বাস করতেন। সেই বাসার তৃতীয় রুমে একজন ব্যক্তি একা থাকতেন।
পুলিশ এই ঘটনাকে ভয়ঙ্কর এবং কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে। তবে কী কারণে এই ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত হাতুড়ি জব্দ করা হয়েছে।