• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মসজিদে ধস, সাত মুসল্লির মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ১০:৫৫ এএম
মসজিদে ধস, সাত মুসল্লির মৃত্যু

নাইজেরিয়ায় একটি মসজিদের একাংশ ধসে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক মুসল্লি।  

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) দেশটির কাদুনা রাজ্যের উত্তরাঞ্চলের শহর জারিয়াতে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলে শত শত মুসল্লি নামাজ আদায় করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই। কোয়ারবাই বলেন, “চারটি মৃতদেহ তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। বাকি তিনটি মরদেহ উদ্ধারকারী দল এসে উদ্ধার করে।”

রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, মসজিদ ধসে আহত ২৩ জন মুসল্লিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়েছিল। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। তিনি এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার আশ্বাস দিয়েছেন।”

Link copied!