• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, ৪ পুলিশ নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:০০ পিএম
পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, ৪ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি থানায় জঙ্গি হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে প্রদেশটির লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে (থানা) এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য ডন।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেন, “মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করেছে এবং ভবনটিতে ঢোকার চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়েছেন। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে। ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে নিযুক্ত ছিলেন।”

পুলিশের সন্দেহ, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!