ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানী কিয়েভসহ উত্তরে খারকিভ, দক্ষিণে ওদেসা ও মধ্যাঞ্চলীয় ক্রিভিহ রিহ শহরেও হামলার ঘটনা ঘটে। জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বিবিসি জানায়, চলতি সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় দেশটির বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।
হামলার পর খারকিভে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্রিভিহ রিহ শহরে একটি আবাসিক ভবনে হামলার ফলে সম্ভাব্য হতাহতের বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, ‘ব্যাপকভাবে ইউক্রেনে হামলা’ চালাচ্ছে রাশিয়া।
আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। গোটা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সাইরেন বাজানো হয়। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের মেয়র ভিতালি কিম বলেন, ৬০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরও বিদ্যুৎ-বিচ্ছিন্ন। পাশাপাশি মধ্যাঞ্চলীয় পোলতাভা ও ক্রেমেনচুক শহরেও বিদ্যুৎ নেই।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শহরের তিনটি এলাকায় হামলা হয়েছে। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু সময়ের জন্য শহরের মেট্রোরেল পরিষেবাও বন্ধ হয়ে যায়।
এদিকে সামনের মাসগুলোতে রাশিয়ার হামলা জোরদার হবে বলে আশঙ্কা করছে ইউক্রেন। ফলে পশ্চিমাদের আত্মতুষ্টিতে না ভোগার অনুরোধ জানিয়েছে দেশটি। সেনা সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা তিন লাখ সেনার প্রশিক্ষণ শেষ হওয়ার পর কঠোর হামলার পরিকল্পনা করছে রাশিয়া।