ফিলিস্তিনে নাবলুস শহরের কাছে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। আমির খলিফা (২৭) নামের ওই যোদ্ধা ফিলিস্তিনের আল-আকসা মারটির ব্রিগেডের সদস্য ছিলেন।
বুধবার (৯ আগস্ট) দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, নাবলুসের পশ্চিমে অবস্থিত যাওয়াতা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে আমির খলিফা মাথা এবং পেছনে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আকসা মারটির ব্রিগেড হলো একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ফাত্তাহ পার্টির সহযোগী হিসেবে কাজ করে। গোষ্ঠীটি আইন বাইত আল-মা আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আমির খলিফাকে নিজেদের সদস্য বলে দাবি করেছে।
ইসরায়েলি বাহিনী দাবি, নাবলুস শহরের কাছে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের সময় এক ফিলিস্তিনি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
বার্তা সংস্থা এএফপিকে খলিফার পরিবারের এক সদস্য বলেন, “২ বছর ধরে ইসরায়েলের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা খলিফা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল।”
এ বছরের শুরু থেকে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে, ফিলিস্তিনির আক্রমণে ইসরায়েলের ২৭ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, “২০২৩ ফিলিস্তিনের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর।