• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬
চন্দ্রযান-৩

চাঁদের মাটিতে নেমে ইতিহাস গড়ল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৭:০৪ পিএম
চাঁদের মাটিতে নেমে ইতিহাস গড়ল ভারত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এই যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নতুন ইতিহাস গড়ল ভারত।

বুধবার (২৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাসের সোনালী অধ্যায়ে নাম লিখলো ভারত।

এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এবার সফল হয়েছে। গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে দেশটির মহাকাশযান লুনা-২৫।

Link copied!