• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কারাগারেই বিচার হবে ইমরান খানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৪:২৫ পিএম
কারাগারেই বিচার হবে ইমরান খানের
ছবি: সংগৃহীত

সাইফার মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এর নেতা ইমরান খানের বিচার কারাগারের ভেতর অনুষ্ঠিত হবে। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

ইমরান খানের সঙ্গে পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির বিচারও হবে কারাগারের ভেতর।

সোমবার (১৩ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক সরকার এর অনুমোদন দিয়েছে। মন্ত্রীসভার বৈঠকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা সারসংক্ষেপে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে কারাগারে ইমরান খানের বিচারের ব্যবস্থা করা প্রয়োজন। পরে তা অনুমোদন পায়।  

পাকিস্তানের প্রাক্তন এ প্রধানমন্ত্রীকে গত ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাকিস্তানের কুখ্যাত অ্যাটক কারাগারে রাখা হলেও পরে ২৬ সেপ্টেম্বর তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। তখন ইমরান খান তোশাখানা মামলায় দোষী ও সাইফার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মাহমুদ কোরেশিকেও একই কারাগারে রাখা হয়েছে।

তবে জেলের ভেতরে বিচার করার বিষয়ে আপত্তি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। কারাগারে বিচার করার বিরুদ্ধে করা ইমরান খানের আপিল ১৬ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুকের নেতৃত্বে একক বেঞ্চ খারিজ করে দেন। পরে একক বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তঃআদালতে আপিল করেন ইমরান খান।

Link copied!