• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১০:১৩ এএম
বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জাফর খাদের ফাউর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। 

শনিবার (২ নভেম্বর) এমনটাই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হিজবুল্লাহর নাসের ইউনিটে ক্ষেপণাস্ত্র ও রকেট তৎপরতা তদারকির দায়িত্বে ছিলেন ফাউর।  

আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের জোয়াইয়া গ্রামে ইসরায়েলি বিমান বাহিনী ফাউরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সে হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ হামলাটি কবে চালানো হয়েছিল সে বিষয়ে কিছু জানায়নি তারা।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরপরের দিন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে গোষ্ঠীটির প্রথম গুলি চালানোর নির্দেশের জন ফাউরকে দায়ী করেছে আইডিএফ।

বিস্তারিত আসছে…

Link copied!