• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

ইসরায়েলে বৃষ্টির মতো হামলা হিজবুল্লাহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০১:৫৩ পিএম
ইসরায়েলে বৃষ্টির মতো হামলা হিজবুল্লাহর
হিজবুল্লাহর হামলার পর লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৩৫টি হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল সেনাদের সামরিক ঘাঁটিতে ৪৮টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে এ গোষ্ঠীটি। সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তারা এ হামলা চালাচ্ছে।

শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৩৫টি হামলা চালিয়েছে। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েল সেনাদের এইন জেইতিমের সামরিক ঘাঁটিতে ৪৮টি কাতিউশা রকেট ছোঁড়ার দাবি করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের কাছে ঘাঁটিটির অবস্থান, যা সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে।

ইসরায়েলি সেনাদের দাবি, এ হামলার জবাবে তারা হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামোগুলো ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের বোমা হামলা কথা জানিয়েছে লেবাননের বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

গত ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে বন্দুক যুদ্ধের মাত্রা বেড়ে যায়। এ সংঘর্ষ বড় কোনো সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামাস ও হিজবুল্লাহ ইরান সমর্থিত দুটি গোষ্ঠী। গত ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের হামলার প্রতি সমর্থন জানায় দেশটি। তবে এ ঘটনায় তারা সরাসরি জড়িত নয় বলে দাবি করেছে।

এএফপির হিসাব অনুসারে, ইসরায়েল ও হিজবুল্লাহর সহিংসতায় লেবাননের অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই হিজবুল্লাহর সদস্য। এ ছাড়া ১৪ জন বেসামরিক নাগরিক এবং ৩ জন সাংবাদিকও নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের ছয় সেনা ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Link copied!