সতর্কতা জানানো ছাড়া ফিলিস্তিনি কোনো বেসামরিক বাড়িতে ইসরায়েল বোমা হামলা চালালে একজন করে ইসরায়েলি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে হুমকি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ৩ লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে এবং গাজা ভূখণ্ডকে অবরুদ্ধ করেছে, এ পরিস্থিতিতে তারা একটি স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় খাদ্য, পানি ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।
হামাসের মুখপাত্র আবু উবাইদা সোমবার হুমকি দিয়ে বলেছেন, সতর্কতা জানানো ছাড়া গাজার প্রত্যেক বেসামরিক বাড়িতে বোমা চালানোর জন্য একজন করে ইসরায়েলির বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করে তা সম্প্রচার করা হবে।
শনিবার হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে এরই মধ্যে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে ৯০০ জন হয়েছে আর আহত হয়েছে অন্তত ২৬০০ জন; এছাড়া আরও বহু জনকে ধরে নিয়ে বন্দী করে রাখা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলের আকাশ হামলায় অন্তত ৬৮৭ জন ফিলিস্তিনি নিহত ও ৩৭২৬ জন আহত হয়েছেন।