• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৩:১১ পিএম
যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল
ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় মাসের সংঘাতের পর যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েল একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এর বিনিময়ে হামাসের কাছে থাকা কিছু বন্দীকে মুক্তি দিতে হবে।

সোমবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, “হামাস ও ইসরায়েল একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।”

বন্দীদের মুক্ত করে দেওয়ার বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে একটা চুক্তির কথা কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কাতারে মধ্যস্থতাকারী দেশগুলো একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। চুক্তি অনুসারে, তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। সেসময় গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা যাবে।

তবে কাতারে থাকা হামাস নেতা ইসমাইল হানিয়ার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধবিরতির মেয়াদ হবে পাঁচ দিন।

এদিকে চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের অনড় ও বিরোধপূর্ণ অবস্থান অনেকটাই কমেছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রাহমান আল–থানি।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং হামাসের কাছে বন্দী আছেন ২৪০ জনের বেশি মানুষ। এর জবাবে ইসরায়েল গাজায় নৃশংসভাবে পাল্টা হামলা শুরু করে। ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

Link copied!