• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে গুগল কর্মীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৭:৩২ পিএম
ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে গুগল কর্মীদের বিক্ষোভ

ইসরায়েল সরকারের সঙ্গে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গুগলের কর্মীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন।

বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রজেক্ট নিম্বাস’ নামের বিতর্কিত চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন গুগলের কর্মীরা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে, গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি।

প্রজেক্ট নিম্বাস হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি।

Link copied!