• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১২:৩০ পিএম
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু
পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন (৭৯)। রোববার (৫ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে জিও নিউজ।

সাবেক এই সামরিক শাসকের বরাত দিয়ে জিও নিউজ জানায়, দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন পারভেজ মোশাররফ।

পারভেজ মোশাররফের জন্ম ভারতের দিল্লিতে ১৯৪৩ সালের ১১ আগস্ট। ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন র‌্যাঙ্ক পান তিনি। ১৯৯৮ সালের তিনি জেনারেল হিসেবে পদোন্নতি পান ও দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। 

এর পরের বছর, ১৯৯৯ সালের ১২ অক্টোবর রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদচ্যুত করে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন। ২০০৮ সালে গণ-আন্দোলনের মুখে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন। 

পারভেজ মোশাররফের মৃত্যুতে সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “আল্লাহ তার বিদেহী আত্মাকে জান্নাতবাসী করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মানসিক শক্তি দিন।”

Link copied!